ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ৩০ ভরি স্বর্ণের গহনাসহ মা-মেয়ে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
কলারোয়ায় ৩০ ভরি স্বর্ণের গহনাসহ মা-মেয়ে আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩০ ভরি স্বর্ণের গহনাসহ মা ও মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ মার্চ) সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের জহুরুলের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন- কাকডাঙ্গা গ্রামের স্বর্ণ চোরাকারবারী জহরুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও তার মেয়ে সুমি খাতুন (১৮)।

বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার শামসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাকারবারী জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় স্ত্রীর সহায়তায় জহুরুল পালিয়ে যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ ভরি স্বর্ণের গহনা জব্দ করা হয়। এসময় জহুরুলের স্ত্রী ও মেয়েকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক মা-মেয়েকে কলারোয়া থানায় হস্তাস্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।