রোববার (৪ মার্চ) সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের জহুরুলের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন- কাকডাঙ্গা গ্রামের স্বর্ণ চোরাকারবারী জহরুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও তার মেয়ে সুমি খাতুন (১৮)।
বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার শামসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাকারবারী জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় স্ত্রীর সহায়তায় জহুরুল পালিয়ে যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ ভরি স্বর্ণের গহনা জব্দ করা হয়। এসময় জহুরুলের স্ত্রী ও মেয়েকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মা-মেয়েকে কলারোয়া থানায় হস্তাস্তর করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ