মাহবুবুর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামঈয়া ইউনিয়নের ইসমাঈল মুন্সীর ছেলে।
রোববার (৪ মার্চ) দুপুরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ মাহবুবুরের ভায়রা আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মাহবুবুর সম্পর্কে তার বড় ভায়রা। চট্টগ্রাম ফ্রিবোর্ড এলাকায় থেকে ফতুল্লার সস্তাপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন মাহবুবুর। প্রায় সময় ব্যবসায়িক কাজে সস্তাপুর আসলে তার বাসায় থাকতেন। ব্যবসায়িক কাজ শেষে পরদিন আবার চট্টগ্রাম ফিরে যেতেন।
নিখোঁজের আগে বৃহস্পতিবার (০১ মার্চ) তার বাসায় আসেন মাহবুবুর। ওই দিন রাতে তার বাসায় থাকেন তিনি। পরদিন শুক্রবার (০২ মার্চ) সকাল সাড়ে ৮টায় কাপড় ক্রয়ের উদ্দেশে বের হয়ে আর বাসায় ফেরেনি। তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে প্রায়ই তার মোবাইলের সংযোগ পাওয়া গেলেও কেউ রিসিভ করছে না।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এসআরএস