ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতেই জাফর ইকবালের ওপর হামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতেই জাফর ইকবালের ওপর হামলা শাহবাগ প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট ব্যক্তিরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

রোববার (৪ মার্চ) বিকেলে শাহবাগ গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা জানি জাফর ইকবাল কেন প্রিয়, তরুণ প্রজন্মের ভালোবাসার পাত্র।

তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন। তার চেতনা বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়েছে। আর এ নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতেই তার ওপর এ হামলা।

নাট্যকার মামুনুর রশীদ বলেন, বিচারহীনতার কারণে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। যশোরে উদীচীর সমাবেশে হামলার বিচার হয়নি। অভিজিৎ হত্যার এখনো বিচার হয়নি। এসব ঘটনার বিচার না হওয়ার কারণে একের পর এক হামলা হচ্ছে।

ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ বলেন, নিরাপত্তার মধ্যে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়াতে পারেন না।  

এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

**জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।