রোববার (৪ মার্চ) বিকেলে তাকে ভগবানপুরের নিজ বাড়ি থেকে আটক করা হয়। নুরুন্নবী উপজেলার ভগবানপুর গ্রামের ইজাবুল হোসেনের ছেলে এবং উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) কর্মকর্তা।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলার মধুইল বাজারে টাকা চুরির অভিযোগে শুক্রবার (২ মার্চ) বিকেলে স্থানীয়রা এক যুবককে আটক করে। পরে তাকে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে বাঁশের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন চালায়।
শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় আদনান রহমান নামে এক ব্যক্তির ফেসবুক পেজে এ ঘটনার ভিডিওটি পাওয়া যায়। সেই ভিডিওতে দেখা যায় নুরুন্নবী ওই যুবককে পেটাচ্ছে। ভিডিও ক্লিপ দেখে তাকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য পুলিশ কাজ করছে।
ওসি আরও জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করতে নির্যাতনের শিকার শফিকুল ইসলাম নামে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শফিকুল উপজেলার মাটিন্দর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ওলির ছেলে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ