ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনের আগেই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
নির্বাচনের আগেই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন! সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসানুল হক ইনু

ঢাকা: বর্তমান সরকারের মেয়াদে অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার (০৪ মার্চ) রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের প্রথম সভায় শুভেচ্ছা বক্তব্য শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে ইনু বলেন, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে।

আমরা চেষ্টা করবো ছয় মাসের মধ্যে তা বাস্তবায়ন করতে। আজকে মালিক-সাংবাদিকদের সভা শুরু হয়েছে। বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সমস্যা নিয়ে আলোচনা হবে। আশা করব, তারা সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। ফলে নির্বাচনের আগেই নবম ওয়েজ বোর্ডে বাস্তবায়নের পথে অগ্রগামী হব।

তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য ‘সাংবাদিক-কর্মচারী অ্যাক্ট-১৯৭৪’ এর আইনগত সমস্যার সমাধান করা হচ্ছে। নবম ওয়েজ বোর্ডে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি। তাদের সঙ্গে সমঝোতা হলে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরাও ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে।

তিনি আরো বলেন, গণমাধ্যমকে আর্থিকভাবে গতিশীল করতে ওয়েজ বোর্ডের বাইরে সাহায্য করা যায় কিনা- এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ও মন্ত্রিসভায় আলোচনা করা হবে। যাতে আগামী বাজেটে সংবাদ শিল্পকে গতিশীল করতে অর্থনীতির বিষয়টি যুক্ত হয়।

গণমাধ্যমগুলো ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করলে কোনো পদক্ষেপ গ্রহণের বিষয়ে জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, আগে ওয়েজ বোর্ড বাস্তবায়ন হোক। কারা বাস্তবায়ন করবে বা করবে না- তা পরে মোকাবেলা করবো। আমাদের মনিটরিং সেল তা পরে পর্যবেক্ষণ করবে।

এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।