ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ইউএনও' র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
গুরুদাসপুরে ইউএনও' র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তানিয়া (১৬) নামে এক এসএসসি ফলপ্রার্থী।

রোববার (০৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইনের ১০৯ নম্বরে ফোন করে বিয়ের খবরটি জানালে বিয়ে বন্ধের পদক্ষেপ নেন তিনি।

তানিয়া উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের আবু তালেবের মেয়ে।

 

ইউএনও মোহাম্মদ মনির হোসেন বাংলানিউজকে বলেন, জেলার বড়াইগ্রাম উপজেলার ভরত গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সঙ্গে রোববার বিয়ে হওয়ার কথা ছিল তানিয়ার। স্থানীয় লোকজন বাল্যবিয়ের খবরটি দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইনের ১০৯ নম্বরে ফোন করে জানান। সেখান থেকে আমাকে জানালে আমি পুলিশ নিয়ে বিয়ে বাড়ি গিয়ে এ বিয়ে বন্ধ করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে এসময় মেয়ের বাবা-মা পালিয়ে যান। পরে মেয়ের চাচা আব্দুল করিম ও মেয়েকে আমার কার্যালয়ে ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।