রোববার (৪ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান ইমরান।
তিনি বলেন, সকরকারের কাছে হামলাকারীর রাজনৈতিকসহ বিস্তারিত পরিচয় ২৪ ঘণ্টার মধ্যে জানানোর আহ্বান জানাচ্ছি।
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যতই বাধা আসুক আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা সহযোদ্ধাদের লাশ কাঁধে নিয়ে এই শাহবাগে এসেছি। অপরাধীদের বিচার নিশ্চিত করতে চাই। খুনিদের আশ্রয়দাতার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।
এসময় তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন। ৬ মার্চ (মঙ্গলবার) সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০টায় হামমলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও ৮ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সারাদেশে একযোগে গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে শাহবাগে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নতুন প্রজন্মকে পথভ্রষ্ট করতেই জাফর ইকবালের ওপর হামলা
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসকেবি/এএ