যোগদানের প্রথম দিনে রোববার (৪ মার্চ) দুপুরে পুলিশ লাইনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত এই পুলিশ সুপার।
সভায় ‘তিনি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চান’ এই প্রত্যয় ব্যক্ত করে নবাগত এসপি মো. জাকির হোসেন খান বলেন, তার কাজের সুফল আগামী তিন মাস পর থেকে পাওয়া যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফএম মহিউদ্দিন আহম্মেদ, প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, অধ্যাপক মো. শাহজাহান, অধ্যাপক আব্দুল মতিন ফকির, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেল, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ।
পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এরআগে নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এএটি