ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা শহরের জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আমজাদ হোসেন (৫০) নামে এক ব্য‌ক্তি নিহত হয়েছেন। এ সময় আজিজল ও মাসুদ রানা নামে আরো দু’জন আহত হয়েছেন। 

রোববার (০৪ মার্চ) পুরাতন সাব-রেজিস্টার অফিসপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে কু‌ড়িগ্রাম সদর হাসপাতালে আমজাদ মারা যান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সাত শতাংশ জমির মালিকানা নিয়ে মোতালেব হোসেন ও মোশাররফ হোসেনের বিরোধ চলে আসছিল। সকালে মোশাররফ তার লোকজন নিয়ে ওই জমির দখলে যায়। এ সময় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আমজাদসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কু‌ড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আমজাদের মৃত্যু হয়।  

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এসএম আব্দুস সাবহান বিষয়টি নিশ্চিত করে বাংলা‌নিউজকে বলেন, সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।