তারা হলেন- উপজেলা কাটলা ইউনিয়নের উলি মোহাম্মদপুর গ্রামের তোফাজ্জলের সুমি আক্তার (২৮) ও তাদের দশ বছরের মেয়ে নাসরিন আক্তার।
রোববার (৪ মার্চ) রাত সোয়া ৮টার দিকে নিজ বাড়ির উঠান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বাংলানিউজকে জানান, রাতে বাড়ির উঠানে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মায়ের ঝুলন্ত মরদেহ ও মাটিতে পড়ে থাকা মেয়ের মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
ওএইচ/