রোববার (০৪ মার্চ) বিকেলে ইউনিয়নের রফিকপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম স্থানীয় রূপালী ব্রিকস্ ফিল্ডের শ্রমিক এবং ভোলা জেলার পৌরসভার ৪নং ওয়ার্ডে মৃত সেকান্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের পুকুরে দুপুর ১২টার দিকে একটি ভাসমান মরদেহ দেখে বেগমগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ