ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ১০ টাকার চাল পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
টাঙ্গাইলে ১০ টাকার চাল পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ ১০ টাকার দরের চাল নিতে মানুষের লাইন

টাঙ্গাইল: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় টাঙ্গাইলে ১০ টাকা দামের চাল বিতরণ শুরু হয়েছে। আর এ কম দামের চাল পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ।

এ কর্মসূচির আওতায় জেলায় মোট এক লাখ ৪৫ হাজার সুবিধাভোগী পরিবারের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।

সোমবার (৫ মার্চ) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ খোলা বাজারে ১০ টাকা কেজি দরের চাল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন চোখে পড়ে।

এসময় তারা হুড়োহুড়ি না করে সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে থাকে।

এদের মধ্যে সুরুজ গ্রামের ভ্যানচালক আকবর আলী জানান, সরকারের এ উদ্যোগটা খুবই ভাল। প্রতি বছরই যদি এভাবে চাউল দেওয়া হয় তাহলে তাদের মতো খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে।

একই গ্রামের দিনমজুর হাসান আলী জানান, আগে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে চাল কিনে খেতে হতো। তখন এক থেকে দুই কেজি করে চাল কিনতেন তিনি। আর এখন ১০ টাকা দরের চাল একবারে ৩০ কেজি কিনতে পেরে অনেক খুশি তিনি। এভাবে প্রতি বছরই চাল দিলে আমরা ভালভাবে খেয়ে বাঁচতে পারবো।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জি এম ফারুক হোসেন পাটওয়ারী বাংলানিউজকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলায় মোট এক লাখ ৪৫ হাজার সুবিধাভোগী পরিবারের মধ্যে ১০ টাকা দরের চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় একটি সুবিধাভোগী পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।