ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯ তম বিজ্ঞান অলিম্পিয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় যাদু ঘর ও গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

এসময় গাংনী সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, কৃষি অফিসার কেএম সাহাবুদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার,  গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ও শিক্ষার্থীরা মেলায় অংশ নেন।
 
মঙ্গলবার (৬ মার্চ) বিকেল পাঁচটার সময় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।