ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
গুলিস্তানে বাসের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের উপরে বাসের ধাক্কায় এটিএম হাসান শফিউল দুলু (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মৃত হাসান ওয়ারীর নবাবপুর পোস্ট অফিস এলাকার সামছুল হকের ছেলে।

হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন পথচারী শরিফুল ইসলাম। তিনি জানান, পাতাল মার্কেটের উপর রাস্তা পারাপারের সময় হিমাচল পরিবহনের ধাক্কায় আহত হন হাসান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থার বেলা সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু রাশেদ হাসানের পরিবারের বরাত দিয়ে জানান, হাসান জীবন বীমার সেলস অফিসে হিসাব রক্ষকের চাকরি করতেন।

তিনি আরও জানান, ঘাতক হিমাচল পরিবহনের চালককে আটক করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।