সোমবার (০৫ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ সময় সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে বেশ কয়েকটি সুপারিশও দিয়েছে যাত্রীদের কল্যাণে কাজ করা ওই সংস্থাটি।
এগুলো হচ্ছে- প্রতিটি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সড়ক ব্যবহার সংক্রান্ত বিষয়ক সচেতনতামূলক সভা করা, একই ইউনিয়ন বা ওয়ার্ডের মধ্যে পরীক্ষাকেন্দ্র স্থাপন করা, পরীক্ষার্থীদের কেন্দ্র যাতায়াতের জন্য শিক্ষা-প্রতিষ্ঠানের যানবাহনের ব্যবস্থা করা, যেসব স্কুলে ছাত্র-ছাত্রী বেশি সেসব স্কুলে পরীক্ষাকেন্দ্র স্থাপন করা; মোটরসাইকেল, ইজিবাইক, নছিমন-করিমনে পরীক্ষার্থীবহন নিষিদ্ধ করা।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
পিআর/এএটি