সোমবার (০৫ মার্চ) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। খুলনা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দফতর ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদের সদস্য ও নারী নেত্রী সিলভী হারুন। এসময় বিভিন্ন বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের নারী নেত্রীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানান হয়, নারী দিবসের এবারের প্রতিপাদ্য: ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা। ’ এবারের আন্তর্জাতিক নারী দিবসে খুলনায় সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ৬২টি বেসরকারি সংগঠন যুক্ত থাকবে। এ উপলক্ষে ৬ মার্চ সকাল ১১টায় খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়া সাত দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও মেলা।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমআরএম/ওএইচ/