এ ঘটনায় সোমবার (৫ মার্চ) দুপুরে মাইজখার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার করিম উপজেলার মাইজখার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ও শাহজাহান ৬ নম্বর ওয়ার্ড মেম্বার।
ভুক্তভোগী নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, রোববার (৪ মার্চ) দিনগত রাত ১২টার দিকে ওই করিম মেম্বার ও শাহজাহান মেম্বার আমার কক্ষে ঢুকে অশালীন আচরণ করেন। এ সময় মনোয়ারা চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বাংলানিউজকে বলেন, ইউপি সদস্য করিম ও শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সয়ম: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
জিপি