ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় নারী মেম্বারকে উত্ত্যক্ত, ২ সহকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
চান্দিনায় নারী মেম্বারকে উত্ত্যক্ত, ২ সহকর্মী গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় এক নারী ইউপি সদস্যকে (মেম্বার) উত্ত্যক্ত করার দায়ে মো. করিম ও মো. শাহজাহান নামে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার (৫ মার্চ) দুপুরে মাইজখার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার করিম উপজেলার মাইজখার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ও শাহজাহান ৬ নম্বর ওয়ার্ড মেম্বার।

ভুক্তভোগী নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, রোববার (৪ মার্চ) দিনগত রাত ১২টার দিকে ওই করিম মেম্বার ও শাহজাহান মেম্বার আমার কক্ষে ঢুকে অশালীন আচরণ করেন। এ সময় মনোয়ারা চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বাংলানিউজকে বলেন, ইউপি সদস্য করিম ও শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সয়ম: ১৪৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।