সোমবার (০৫ মার্চ) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের চকনদী গ্রাম থেকে রাজুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজুর স্ত্রী খালেদা বেগম বাংলানিউজকে বলেন, জমি নিয়ে একই এলাকার ঠাণ্ডা মিয়ার সঙ্গে তাদের বিরোধ চলছিল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঠাণ্ডা মিয়ার স্ত্রী লাইলীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
টিএ