সোমবার (০৫ মার্চ) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাবেয়া উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকার আ. গনি হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানায়, রাবেয়া তার মায়ের সঙ্গে থাকতো। পারিবারিক কলহের জেরে রোববার (০৪ মার্চ) রাতে রাবেয়া কীটনাশক পান করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএস/আরআইএস/