সোমবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- নুর ইসলাম (২৫) ও সুমন (২২)।
কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছালে ওই দুই মাদক বিক্রেতাকে ৪০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ইয়াসিন ফারুক।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এজেডএস/আরআইএস/