ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
সিরাজগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু সিরাজগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-ঢাকা রুটে দীর্ঘদিন পর চালু হয়েছে বিআরটিসির বাস সার্ভিস।

সোমবার (৫ মার্চ) দুপুরে শহরের মালশাপাড়া রেলগেট এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।

এ সময় পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম, বিআরটিসির ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান বাবু, প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুট্টু উপস্থিত ছিলেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, জেলার কাজিপুর উপজেলা থেকে একটি বাস চলাচল করলেও জেলা শহর থেকে দীর্ঘদিন ধরে বিআরটিসির কোনো বাস চলাচল করছিল না। প্রাথমিকভাবে দু’টি গাড়ি সিরাজগঞ্জ-ঢাকা-গুলিস্তান রুটে চলাচল করবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।