ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘কথা দিচ্ছি, দোষীদের মূলোৎপাটন করবো’    

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
‘কথা দিচ্ছি, দোষীদের মূলোৎপাটন করবো’     বক্তব্য রাখছেন জাবেদ পাটোয়ারী/ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জাফর ইকবাল স্যার একজন পুলিশ পরিবারের সদস্য। ওনার উপর এমন আক্রমণের ঘটনায় আমরা নিন্দা জানাই। এ ঘটনার তদন্ত শুরু করেছি। হামলাকারী অসুস্থ থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা যায়নি। আমরা কথা দিচ্ছি, এ ঘটনায় সম্পৃক্ত দোষীদের মূলোৎপাটন করবো।    

সোমবার (৫ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিজ্ঞান অনুষদের মাঠে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ও কনসার্ট’ এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।  

বাংলাদেশ পুলিশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জাবেদ পাটোয়ারী বলেন, মাদককে শুধু পুলিশের বিষয় ধরা হলে এটা নিরাময় করা কঠিন হবে। মাদক পরিবহন, বিপণন, সেবন ও মাদকসেবীদের পুনর্বাসন- সবই মাদকের সঙ্গে সম্পর্কিত। এটি একটি সামাজিক সমস্যা। তাই একে সামাজিকভাবে মোকাবিলা করতে হবে।  

‘পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তা, কর্মচারী বা কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসা, চোরাচালান কিংবা এসবের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ 

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, মাদক আমাদের এক নম্বর সমস্যা। আর জঙ্গিবাদ দ্বিতীয় সমস্যা। ২০১৮ সালে এসে আমাদের মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।  

পুলিশের লালবাগ ডিভিশনের ডিসি ইব্রাহীম খানের সঞ্চালনায় ও জবি উপাচার্য ড. মীজানুর রহমানের সভাপতিত্বে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, জবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র নেতারা বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
কেডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।