সোমবার (৫ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিজ্ঞান অনুষদের মাঠে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ও কনসার্ট’ এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বাংলাদেশ পুলিশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাবেদ পাটোয়ারী বলেন, মাদককে শুধু পুলিশের বিষয় ধরা হলে এটা নিরাময় করা কঠিন হবে। মাদক পরিবহন, বিপণন, সেবন ও মাদকসেবীদের পুনর্বাসন- সবই মাদকের সঙ্গে সম্পর্কিত। এটি একটি সামাজিক সমস্যা। তাই একে সামাজিকভাবে মোকাবিলা করতে হবে।
‘পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তা, কর্মচারী বা কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসা, চোরাচালান কিংবা এসবের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, মাদক আমাদের এক নম্বর সমস্যা। আর জঙ্গিবাদ দ্বিতীয় সমস্যা। ২০১৮ সালে এসে আমাদের মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
পুলিশের লালবাগ ডিভিশনের ডিসি ইব্রাহীম খানের সঞ্চালনায় ও জবি উপাচার্য ড. মীজানুর রহমানের সভাপতিত্বে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, জবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
কেডি/এএ