ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
মৌলভীবাজারে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় সিএনজি অটোরিকশা চাপায় সাইফুল ইসলাম (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। 

সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে কইয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাসি গ্রামের সোবহান মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনজির আহমদ বাংলানিউজকে জানান, সকালে কইয়াখালী গ্রামে সাইফুল রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।