সোমবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ সদস্য পদে নিয়োগ প্রসঙ্গে নবাগত পুলিশ সুপার (এসপি) বলেন, মঙ্গলবার (৬ মার্চ) পুলিশ সদস্য নিয়োগ হবে।
তিনি আরও বলেন, জঙ্গি দমনে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ কাজ করবে। অত্যন্ত সফলভাবে জঙ্গি দমন করা হচ্ছে। তারা দেশের বিভিন্ন এলাকায় এখনও ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হবে।
উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসপি আলী আশরাফ ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। এক্ষেত্রে কাউকে কোনা ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
শহরের যানজট, চাঁদাবাজি, ফুটপাত দখলমুক্ত, চুরি, ছিনতাইসহ সব ধরনের সমস্যা সমাধানে সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন নবাগত এসপি।
মতবিনিমত সভায় দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক সুমনা রায়, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গণেশ দাস, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, মিলন রহমান, মোহন আখন্দ, আকতারুজ্জামান, জিএম সজল, সাংবাদিক মেহেরুল সুজন, মাসুদুর রহমান রানা প্রমুখ অংশ নেন।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আব্দুল জলিল, সনাতন চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নবগাত পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা রোববার (৪ মার্চ) এ জেলায় যোগদান করেন। তিনি ২৪তম বিসিএস’র মাধ্যমে ২০০৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমবিএইচ/আরআর