বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে একশ’ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণজোন। যার আনুমাণিক মূল্য টাকা ১৪ লাখ টাকা।
সোমবার (৫ মার্চ) দক্ষিণ জোনের সিজি স্টেশন কালীগঞ্জের একটি টহল দল গোগন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জাটকা বহনকারী ইঞ্জিনচালিত কাঠের একটি বোটও জব্দ করা হয়।
পরে দুপুরে জব্দ হওয়া জাটকাগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
পাশাপাশি আটককৃত বোট মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সিজি স্টেশন কালীগঞ্জের কন্টিনজেন্ট কমান্ডার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।