সোমবার (০৫ মার্চ) দুপুরে ট্রাকটি উল্টে গেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা পর বিকেল চারটার দিকে র্যাকার দিয়ে ট্রাকটি সরানো হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলানিউজকে জানান, মেঘনা পেট্রোলিয়ামের ট্রাকটিতে প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিলো। এটি খিলক্ষেত হয়ে বিমানবন্দরের সামনে এসে বিমানবন্দর চত্বরে ইউটার্ন নিচ্ছিলো। এ সময় বাম পাশের একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।
পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
পিএম/জেডএস