সোমবার (৫ মার্চ) দুপুরে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার মনিরামপুর গ্রামের দুলালের ছেলে আবির হাসান আশিক (১০) ও একই গ্রামের আশাদুলের ছেলে সিহাব ওরফে সৌরভ (১১)।
মেয়েটির মায়ের অভিযোগ, রোববার বিকেলে তার বাকপ্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে পরিত্যক্ত গুদাম ঘরে নিয়ে ধর্ষণ করে আশিক ও সৌরভ। মেয়েটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ইশারায় ঘটনাটি পরিবারকে জানালে রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সোমবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে ওই দুই শিশুকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসআই