ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লালবাগে ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
লালবাগে ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর লালবাগে ঋণের দায়ে মাহাবুব আলম (৪৭) নামে এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন।

মাহাবুব লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের মনসুর উদ্দিনের ছেলে।

সোমবার (০৫ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহাবুব আলমের পরিবারের সদস্যদের বরাত দিয়ে লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল আলম বাংলানিউজকে জানান, মাহাবুব আলম শোপিসের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসানের কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পরেন। এ কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তিনি জানান, গত ৩ মার্চ (শনিবার) সকালে লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসা থেকে বেরিয়ে যান মাহাবুব। ওইদিন সন্ধ্যায় তিনি লালবাগ রসুলবাগ এলাকায় শ্বশুর বাড়ি যান। সেখানে অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিক তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পরে সোমবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, মাহাবুব আলম বিষপান করেছিলেন বলে পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে।

তার মৃত্যুর ব্যাপারে থানায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই জহিরুল আলম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।