ঢাকা: বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হাজী এস এম বদরুদ্দোজার তৃতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (৬ মার্চ)। এ দিন বাদ আছর পশ্চিম রামপুরা এলাকায় অবস্থিত পাকা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (০৫ মার্চ) মরহুমের পরিবারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দোয়া মাহফিলে যোগদানের জন্য তার আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানানো হয়েছে।
মরহুম হাজী এস এম বদরুদ্দোজা বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলামের বাবা।
তিনি বার্ধক্যজনিত রোগে ২০১৫ সালের ৬ মার্চ ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
ওএইচ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।