ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
ভৈরবে ৪ ভুয়া ডিবি পুলিশ আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চার ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করা হয়েছে।

সোমবার (৫ মার্চ) বিকেলে ভৈরব পৌরসভার ভৈরবপুর পাওয়ার হাউজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশাল জেলার রামনগর গ্রামের হামিদ সিকদারের ছেলে হারুন সিকদার (৪৫), পটুয়াখালী জেলার মধুখালী গ্রামের আনিসুর রহমানের ছেলে মাহমুদুর রহমান (৩২), মুন্সিগঞ্জ জেলার রামসিংহ গ্রামের কামাল শেখের ছেলে মাসুদ শেখ (২৬) ও মাদারীপুর জেলার হোসনাবাদ গ্রামের মানিক (৩০) মিয়া।

স্থানীয়রা জানান, বিকেলে ভৈরব পৌর এলাকার পলতাকান্দা গ্রামের তারা সরকারের ছেলে জহিরুল ইসলাম (৪৫) ইসলামী ব্যাংকের ভৈরব বাজার শাখা থেকে তিন লাখ ১০ হাজার টাকা তুলেন। পরে রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে রেলওয়ের হাউজ এলাকায় পৌঁছালে চার ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় ওই চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ডিবি পুলিশের পোশাক, একটি ওয়াকিটকি এবং তিনটি মোবাইল মোবাইল উদ্ধার করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।