ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ৩ ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
কুষ্টিয়ায় ৩ ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা অভিযান

কুষ্টিয়া: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নির্ধারিত মাপের চেয়ে কুষ্টিয়ায় ছোট মাপে ইট তৈরি ও তা বিক্রির অপরাধে তিন ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (০৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করেন।

তিনি বাংলানিউজকে বলেন, কুষ্টিয়ার বড় বটতলা বৈদ্যনাথপুরের মনিরুল ইসলামের মালিকানাধীন এমআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা, ঝাউদিয়ার ডাবলু ব্রিকসকে ৫০ হাজার টাকা ও আলমপুরের ডায়মন্ড ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।