সোমবার (০৫ মার্চ) বিকেলে ময়মনসিংহে জাতীয় যুব ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মেজর জেনারেল আবুল হোসেন বলেন, সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশের প্রতিবাদে সম্প্রতি আমরা বিজিপি’র সঙ্গে পতাকা বৈঠক করেছি।
‘তাদের আমরা বলেছি, আশা করি ভবিষ্যতে তোমরা এ ধরনের আচরণ করবে না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ রক্ত বিন্দু দিতেও রাজি। ’
দৃঢ়তার সঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, আমরা যতবার তাদের সঙ্গে (মিয়ানমার) বৈঠক করেছি ততবারই তারা বলেছে, রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে। তবে মাঝে মাঝে তারা সীমান্তে সৈন্য সমাবেশ করে। এটা করে তারা উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা তাদের উস্কানিতে পা দেবো না।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা ২০১৭ সালের আগস্ট থেকে শুরু হয়েছে। ১০ লাখের বেশি মানুষ বাংলাদেশে এসেছে। এ সমস্যায় বিশ্বের সব দেশ আমাদের সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে।
এর আগে ময়মনসিংহ বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিজিবি প্রধান।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমএএএম/এমএ