সোমবার (০৫ মার্চ) ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় মাঠ ও পুলিশ ফাঁড়িতে তার আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে দিনভর বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও এ অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবাসহ নানান দিক থেকে বঞ্চিত থাকতে হয়।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সোনাগাজী চরদরবেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্ট, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, চরচান্দিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান ও প্রধান শিক্ষক আজিজ উল্যাহ।
অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে এ কর্মসূচিতে চিকিৎসা দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসাপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ।
এ বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। এমন স্বাস্থ্যসেবা পর্যায়ক্রমে বিভিন্ন সুবিধা বঞ্চিত এলাকায় দেওয়া হবে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে এলাকার পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কয়েকজন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার দায়িত্ব নেন রোকেয়া প্রাচী। পরে চরদরবেশ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এসএইচডি/এসআই