ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোমবাতির আলোয় হাসলেন যেন ড. জাফর ইকবাল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
মোমবাতির আলোয় হাসলেন যেন ড. জাফর ইকবাল মোমবাতি জ্বালিয়ে Get Well Soon Sir ও ড. জাফর ইকবালের মুখচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তার মুখাবয়ব তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মোমবাতির আলোয় যেন হেসে উঠছিলেন শিক্ষার্থীদের ‘প্রিয় স্যার’।

সোমবার (৫ মার্চ) রাত ৯টায় সিলেটে শাবিপ্রবির একাডেমিক (ডি বিল্ডিং) ভবনের নিচতলায় মোমবাতি জ্বালিয়ে ইংরেজিতে ‘গেট ওয়েল সুন স্যার’ (Get Well Soon Sir) ও ড. জাফর ইকবালের মুখচ্ছবি ফুটিয়ে তোলার এ অভিনব কর্মসূচি পালন করা হয়।

দেশবরেণ্য এ শিক্ষাবিদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচিটিতে অংশ নেন অর্ধ-সহস্রাধিক শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা তিন মিনিট নীরবতা পালন করেন।

এর আগে, ক্যাম্পাসের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টায় জড়িতদের শাস্তি দাবি করেন।  

গত শনিবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে ফয়জুল নামে এক দুর্বৃত্ত ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত করে। তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। ওদিকে, পাকড়াও করা হয়েছে ছুরিকাঘাতকারী দুর্বৃত্তকেও।

বাংলাদেশ সময়: ২২২০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।