ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সমুদ্র সৈকতে শহীদদের স্মরণে জ‌বি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
সমুদ্র সৈকতে শহীদদের স্মরণে জ‌বি শিক্ষার্থীরা সেন্টমার্টিনে শহীদদের স্মরণে মোমবা‌তি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করেন জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

স্বাধীনতার মাস মার্চ। অগ্নিঝরা এ মাসেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় বাংলার মুক্তিকামী জনতা।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে জাতির সেই সূর্য সন্তানদের স্মরণ কর‌লো জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের (জবি) গণযোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভাগের শিক্ষার্থীরা।  

বি‌ভাগের মাস্টার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফিল্ডওয়ার্ক চলাকা‌লে সোমবার (৫ মার্চ) সন্ধ্যায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে শহীদদের স্মরণে মোমবা‌তি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ‌তে উপ‌স্থিত ছি‌লেন বিভাগের শিক্ষক মো. মিঠুন মি‌য়া, মো. জাকা‌রিয়া খানসহ মাস্টার্সের ৩১ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।