সোমবার (৫ মার্চ) রাত ১০টার দিকে আরডিএ মার্কেটের দোতলায় পাবনা বস্ত্র বিতানের পাশে দুই দোকানে এ অগ্নিকাণ্ড হয়।
খবর পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরডিএ মার্কেটের দোতলায় পাবনা বস্ত্র বিতানের পাশের একটি কাপড়ের দোকানে আগুন লাগে প্রথমে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অপর দোকানটিতেও। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে সদর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী সদর ফয়ার সার্ভিসের উপ-পরিচালক নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিয়ন্ত্রণের আগেই আগুনে এফএম ফ্যাশন ও অপ্সা ফ্যাশন হাউজ নামে দুই দোকানের প্রায় সব কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে নগদ টাকাও পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা যায়নি।
খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে বলে জানান মেয়র।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসএস/এইচএ/