মঙ্গলবার (০৬ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সিএমএইচে চিকিৎসাধীন ইকবালের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন সেতুমন্ত্রী।
এরআগে গত শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।
হামলার পরপর বিকেল সাড়ে ৫টার দিকে জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এরপর ড. জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে আনা হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
ওএইচ/