মঙ্গলবার (০৬ মার্চ) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে একদল নারী-শিশু এপারে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বিজিবি-২১ এর পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এজেডএইচ/আরআইএস/