ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের প্রতিটি সমস্যায় পাশে ছিলেন জাফর ইকবাল

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
শিক্ষার্থীদের প্রতিটি সমস্যায় পাশে ছিলেন জাফর ইকবাল গণজাগরণ মঞ্চের আয়োজিত মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: শিক্ষার্থীদের প্রায় প্রতিটি সমস্যায় ও আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছেন মুহম্মদ জাফর ইকবাল। তাছাড়া তিনি শিশু-কিশোরদের বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। তার ওপর হামলার কারণ ও হামলাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে, বলে জানালেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে গণজাগরণ মঞ্চের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  

ইমরান সরকার বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের বিরুদ্ধে চাপাতি হাতে নিয়েছে মৌলবাদীরা।

তারা দেশে ভীতি তৈরি করতে চাইছে। এগুলোর বিরুদ্ধে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে।  

যারা জঙ্গিবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে সরকারকে কঠিন অবস্থানের আহ্বান জানান তিনি। পাশাপাশি ভাবতে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তকের বিষয়ে।

মানববন্ধনে আগামী ৮ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সারাদেশে একযোগে গণসমাবেশের কর্মসূচি দেওয়া হয়।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতা-কর্মীরা 

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এইচএমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।