ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
নওগাঁয় আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী পালিত আব্দুল জলিলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আ’লীগের শ্রদ্ধা

নওগাঁ: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আব্দুল জলিলের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে এ উপলক্ষে আব্দুল জলিলের গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকপ্রানে গিয়ে কবর জিয়ারত ও মরহুম এ নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজিত এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি ও আব্দুল জলিলের বড় ছেলে নিজাম উদ্দিন জলিল উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা রক্তদান করেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।