মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে এ উপলক্ষে আব্দুল জলিলের গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকপ্রানে গিয়ে কবর জিয়ারত ও মরহুম এ নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজিত এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি ও আব্দুল জলিলের বড় ছেলে নিজাম উদ্দিন জলিল উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা রক্তদান করেন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএ