মঙ্গলবার (৬ মার্চ) সকালে ও দুপুরের দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মো. ইউনুস আলী বাংলানিউজকে বলেন, সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে ঝালুয়া এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা তিন স্কুলছাত্রী গুরুতর আহত হয়।
এসময় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে স্কুলছাত্রী সোনিয়া (১৫) ও বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কুলসুম (১৬) নামে আরেক ছাত্রীর মৃত্যু হয়।
অপরদিকে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউকে বলেন, দুপুরে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উল্টে যায়।
এতে পিকআপে থাকা নারগিস আক্তার (৩২) নামে এক নারী নিহত হন। এ ঘটনায় নিহতের দুই সন্তান আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমএএএম/জিপি