মঙ্গলবার (৬ মার্চ) সকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় নাজমা আদালতে ছিলেন না।
মামলার বাদী পক্ষের আইনজীবী সাহা অসিম কুমার বাংলানিউজকে জানান, উপজেলার বক্তারকাঠি গ্রামের মৃত ফজলু শিকদারের মেয়ে নাজমা একই এলাকার আমজাদ হোসেন শেখের ছেলে মো. চাঁন শেখ ওরফে ইদ্রিস আলীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি করার জন্য ইট, বালু, রড, সিমেন্ট বাকিতে কিনেন। এসময় নাজমা চাঁনকে কৃষি ব্যাংক বাধাল বাজার শাখার ২ লাখ ৬০ হাজার টাকার একটি চেক দেন। পরে ওই টাকা দিতে অস্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক চাঁন বাদী হয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। আসামি নাজমা বর্তমানে পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরবি/