ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গেন্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
গেন্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ২ আহত গাড়ি চালক জুয়েল

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (সুত্রাপুর সার্কেল) ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে গেন্ডারিয়ার ২৮ নং বেগমগঞ্জ লেন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আহতরা হলেন অভিযানে অংশগ্রহণকারী উপ-পরিদর্শক আবু তাহের (৫০) ও গাড়ি চালক জুয়েল (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুত্রাপুর সার্কেলের উপ-পরিদর্শক মজিবর রহমান জানান, সুত্রাপুর সার্কেল থেকে গেন্ডারিয়া বেগমগঞ্জ লেন এলাকার একটি গলিতে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে গেলে মাদক ব্যবসায়ী নুরু জামাল, স্বপন ও রানাসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়।  

মাদক ব্যবসায়ীদের রডের আঘাতে গাড়ি চালক জুয়েল ও উপ-পরিদর্শক তাহের আহত হন।

গাড়ির চালক জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপ-পরিদর্শক তাহের স্থানীয় একটি হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।