মঙ্গলবার (০৬ মার্চ) সন্ধ্যায় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক রাশেদ বগুড়ার শাহজাহানপুর থানার সোনাইদিঘী এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকার তেজগাঁও থেকে গত ১২ ফেব্রুয়ারি রাতে জেএমবি’র ২ সদস্যকে দেশীয় অস্ত্র, জঙ্গিবাদী বই ও বৈদেশিক মুদ্রাসহ আটক করেন র্যাব-২ এর সদস্যরা। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় জেএমবি’র সক্রিয় সদস্য রাশেদ গাজীপুরের বোর্ড বাজার এলাকা অবস্থায় করছেন।
পরে সোমবার (০৫ মার্চ) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে র্যাব-২ সদস্যরা তাকে আটক করেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
আরএস/এমজেএফ