মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বি-বার্তা গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর। এ বছর তিনি ‘ন্যায় বিচারের লড়াকু সৈনিক’ হিসেবে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ‘বি-বার্তা গুণীজন সম্মাননা’ পেয়েছেন।
বক্তব্যের শুরুতে তুরিন আফরোজ মুক্তিযোদ্ধা এবং ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর কাছ থেকে পাওয়া কিছু ব্যক্তিগত অনুপ্রেরণার স্মৃতিচারণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, আমার উপর অনেক আঘাত-প্রতিঘাত এসেছে। কিন্তু কোনো কিছুই আমাকে ভীত করতে পারেনি। সবার মতো আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি বিশ্বাস করি, আমার লাশের প্রতিটি রক্তবিন্দু থেকে সহস্র তুরিন আফরোজ জন্ম নেবে। তারা সোনার বাংলা গড়ে তুলবে, তারা যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের দেশ থেকে বিদায় করবে।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
তার মতে, এ লড়াই শুধু মৌলবাদীদের বিরুদ্ধেই নয়, বরং যেসব রাজনৈতিক দল মৌলবাদীদের সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধেও। তাই যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের সাবাইকে একসঙ্গে এসব অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এনএইচটি/এএ