ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আরো দক্ষ কর্মী নিতে অনুরোধ, বিবেচনার আশ্বাস কুয়েতের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
আরো দক্ষ কর্মী নিতে অনুরোধ, বিবেচনার আশ্বাস কুয়েতের হেন্ড এসবি আল সুবাইয়ের সঙ্গে বৈঠকে মো. শাহরিয়ার আলম

ঢাকা: কুয়েতে আরো বাংলাদেশি শ্রমিকদের নিয়মিত করার সুযোগ এবং দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের অনুরোধে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছেন কুয়েতের সমাজকল্যাণ ও শ্রম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী হেন্ড এসবি আল সুবাই।

মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে কুয়েত পার্লামেন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা জানান।

এসময় উভয় পক্ষ সম্মিলিত সহযোগিতা চুক্তি (২০০০) প্রণয়ন এবং এক চুক্তির আওতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার জন্য একসাথে কাজ করতে একমত হয়েছেন কুয়েতি এ মন্ত্রী।

বিকেলে কুয়েতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ কর্মীদের নিয়োগের জন্য এবং গত দুই বছরে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরিয়ার আলম। এসময় তিনি কুয়েত সরকার ঘোষিত চলমান জেনারেল অ্যামনেস্টির জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।

এর আগে, সোমবার (৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের একটি পত্রিকায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে কুয়েতের নিষেধাজ্ঞা জারির খবর প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জাররাহ এ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।

১৯৭৬ সাল থেকে কুয়েতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হয়। দেশটিতে প্রায় চার লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।