বুধবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাবুলখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ একই উপজেলার উত্তর ক্ষেত্রপাড়ার মো. বাবলুর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে জয়নগরে যাত্রা দেখে বাড়ি ফেরার পথে বাবুলখালি বাজারে পৌঁছুলে পাথর বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ