আগুনে পুড়ে যাওয়া সুতার কারখানা
সাভার (ঢাকা): সাভারে গেন্ডা রাজাবাড়ি এলাকার লাইফ লাইন এক্সেসরিজ নামে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় একটি ম্যাচের কাঠি থেকে এ আগুনের সূত্রপাত হয়।
শ্রমিকরা জানায়, সকালে একটি ম্যাচের কাঠি থেকে কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।
কিন্তু শ্রমিকরা তা বুঝতে না পারলে পুরো টিনশেড কারখানাটিতে আগুনে ধরে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে সাভার শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে জানান, আগুনে কারখানার মেশিন ও যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।