ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে আইআইসিটি’র র‌্যালি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে আইআইসিটি’র র‌্যালি আইআইসিটি’র র‌্যালি

সিলেট (শাবিপ্রবি): বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

বুধবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ইনস্টিটিউটের উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।  

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), তড়িৎ প্রকৌশল বিভাগ (ইইই) এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এস এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  

আইআইসিটি’র পরিচালক অধ্যাপক শহীদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যাপক ড. রেজা সেলিম, অধ্যাপক জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।