বুধবার (৭ মার্চ) সকালে উপজেলার পারুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ওই বাজারের হোসেন আলীর খাবার হোটেলের কেরোসিন চুলা বিস্ফোরণ হলে দোকানে আগুন লেগে যায়।
খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই বাজারের হোসেন আলী, আবুল হোসেন, আব্দুর রহিম, আব্দুল গফুর, আনারুল ইসলাম, সামছুল হক ও কামরুজ্জামানের দোকান পুড়ে যায়। এতে দোকানের মালপত্র ও নগদ টাকা পুড়ে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
হাতীবান্ধা ফায়ার স্টেশনের ইনচার্জ অশোক কুমার রায় বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরএ